Pak vs ind crecket

https://www.youtube.com/watch?v=kaGWLgsqZFg&feature=youtu.be

২০১৬ সালের মার্চে শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে অনেক ছাত্র- ছাত্রী খুবই উৎকাণ্ঠ মধ্যে হয়তো দিন কাটাচ্ছে। রেজাল্টের পর কে কি করবে? আগে ভাগেই অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করে রেখেই দিয়েছে, শুধু দিন গুনছে কবে কখন রেজাল্টে প্রকাশ হয়। এই অপেক্ষার অবসান দিতেই আমার ছোটো পাঠক বন্ধুরের জন্যই আজকের এই পোষ্ট। www.wbresults.nic.in অফিসিয়াল ওয়েব সাইট থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে ১০ই মে, ২০১৬, (10th May, 2016) মাধ্যমিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। বিস্তারিত আরও জানতে পারবেন অফিশিয়াল ওয়েব সাইট www.wbresults.nic.in অথবা - http://wbbse.org ।.
Sunday, June 28, 2015

পেনড্রাইভ দিয়ে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করার পদ্ধতি

নমস্কার সবাই কেমন আছেন ? আশা করি সবাই বল আছেন। 
তো আজ আপনাদের আমি দেখাব কিভাবে পেনড্রাইভ দিয়ে কম্পিউটার এ উইন্ডোস 
ইনস্টল  করতে হয়। 

আমরা যারা কম্পিউটার চালাই উইন্ডোজ তাদের নিত্তনৈমিত্তিক ব‍্যাপার। বার বার সিডি কিনে উইন্ডোজ দেওয়া অনেকের ক্ষেত্রে ঝামেলার ব‍্যাপর। আর প্রয়োজনের সময় সিডি পাওয়াও অনেকের জন‍্য দুষ্কর। যারা নেটবুক বা নোটবুক ব‍্যাবহার করেন তারা তো উইন্ডোজ নিয়ে বিশাল ঝামেলায় পড়েন। আমরা এই সবগুলো সমস‍্যার সমাধান করতে পারি মাত্র একটি কাজ করেই। পেনড্রাইভ বুটেবল করে নিয়ে।বুটেবল করে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট, টেন, ভিস্তা যা খুশি ইন্সটল করতে পারবেন।
যা যা লাগবেঃ
১। পেনড্রাইভ (৮ জিবি হলেই চলবে)
২। একটা চালু কম্পিউটার
৩। আপনার চাহিদামত একটা উইন্ডোজ সিডি ( উইন্ডোজ এক্সপি, সেভেন, এইট, টেন, ভিস্তা)
তো আমরা শুরু করি
১। প্রথমে কম্পিউটার চালু করে start+run এ যেতে হবে এবং সেখানে cmd লিখে এন্টার চাপতে হবে।
২। ডস মোডে কমান্ড প্রম্পট চালু হবে।
৩। এখানে diskpart লিখে এন্টার চাপতে হবে।
৪। list disk লিখে এন্টার চাপতে হবে।
৫। এখন একটা লিষ্টে পেনড্রাইভ সহ যে মেমোরি ড্রাইভগুলো কম্পিউটারে কানেক্ট করা আছে সেগুলো দেখাবে
৬। select disk 1 লিখে এন্টার চাপতে হবে। (কম্পিউটারে শুধু হার্ডডিস্ক ও পেনড্রাইভ লাগানো থাকলে disk 1 এ পেনড্রাইভ থাকে।)
(আরো ড্রাইভ লাগানো থাকলে disk 2 বা disk 3 হতে পারে। তখন select disk 2 বা select disk 3 লিখে এন্টার চাপতে হবে)
৭। clean লিখে এন্টার চাপতে হবে।
৮। creat partition primary লিখে এন্টার চাপতে হবে।
৯। select partition 1 লিখে এন্টার চাপতে হবে।
১০। active লিখে এন্টার চাপতে হবে।
১১। format fs=ntfs quick লিখে এন্টার চাপতে হবে।
১২। ১০০% ফরমেট হতে কতক্ষণ সময় লাগবে।
১৩। ফরমেট কমপ্লিট হওয়ার পর assign লিখে এন্টার চাপতে হবে।
১৪। exit লিখে এন্টার চাপতে হবে।
আমাদের বুটেবল করার জন্য পেনড্রাইভ এখন প্রস্তুত
উইন্ডোজের সিডিটি কম্পিউটারে প্রবেশ করাতে হবে এবং সিডি ও পেনড্রাইভের drive letter দেখতে হবে।
এখন আবার ডস কমান্ড প্রম্পট এ h: cd boot লিখে এন্টার চাপতে হবে। ('h' হল সিডির drive letter)
cd boot লিখে এন্টার চাপতে হবে।তার
bootsect.exe/nt60 i: লিখে এন্টার চাপতে হবে।
('i' হল পেনড্রাইভের drive letter)
বুটেবল এর কাজ শেষ।
এখন শুধু সিডিটা কপি করে পেনড্রাইভে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের উইন্ডোজ পেনড্রাইভ। এখন এই পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দেয়া যাবে যেকোন কম্পিউটারে।

বিঃদ্রঃ সিডির কপিটি সরাসরি পেনড্রাইভে কপি করতে হবে। কোন ফোল্ডারের ভিতর কপি করলে হবে না।

আমি ফেসবুক এ  

Share this article :

Contact Form

Name

Email *

Message *

Self Add

আপনি কি ফেসবুক করতে ভালোবাসেন ?

 
TechBengls .Blogspot.in -© 2015 All Rights Reserved

Powered By:

Built with jQuery